তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ

- আপডেট সময় : ০৭:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৯৭ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানিতে নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতুর নিচে পানিতে নেমে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সহ-সমন্বয়ক ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু প্রমুখ।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, তিস্তায় কোনো পানি নেই। মরুভূমি হয়ে গেছে তিস্তা। আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। আমরা সারাবিশ্বকে দেখাতে চাই আমাদের তিস্তা মরুভূমি হয়ে গেছে। এই তিস্তা একেকজনকে পথের ফকির করেছে। তাই আমরা চাই আর যেন কেউ তিস্তায় তাদের বাড়িঘর জমিজমা হারিয়ে না ফেলে। তাই তিস্তা নদীকে রক্ষা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সোমবার ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি নদীপাড়ের হাজারো বাসিন্দা এ কর্মসূচিতে অংশ নেন।
আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমান তিস্তাপাড়ের ১১টি স্থানে অবস্থান কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। গঙ্গাচড়া উপজেলার দ্বিতীয় তিস্তা ব্রিজ পয়েন্ট কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থাকবেন।