ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৯৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে বেশিরভাগ ভারতীয় নাগরিক। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান পলাতক সাবেক এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে ১৬ বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।

বাংলাদেশের অন্তর্বতী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে। তবে সেখান থেকে প্রায়ই তিনি অনলাইনে বক্তৃতা দিচ্ছেন। এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে। শেখ হাসিনাকে ফেরত দেয়ার প্রশ্নে ভারত এখন পর্যন্ত কোন জবাব দেয়নি। তবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ভারতীয় নাগরিক।

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে সম্প্রতি একটি মতামত জরিপ চালিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপে অংশ নেয়া ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। এসব রাজ্যের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। আর গোটা ভারতের মতামত জরিপে ২১ দশমিক ১ শতাংশ উত্তরদাতারও একই মত।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে-এই মতের পক্ষে ভোট দিয়েছে ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছে ২৯দশমিক ১ শতাংশ ভারতীয় নাগরিক।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা

আপডেট সময় : ০৬:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে বেশিরভাগ ভারতীয় নাগরিক। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান পলাতক সাবেক এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে ১৬ বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।

বাংলাদেশের অন্তর্বতী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে। তবে সেখান থেকে প্রায়ই তিনি অনলাইনে বক্তৃতা দিচ্ছেন। এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে। শেখ হাসিনাকে ফেরত দেয়ার প্রশ্নে ভারত এখন পর্যন্ত কোন জবাব দেয়নি। তবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ভারতীয় নাগরিক।

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে সম্প্রতি একটি মতামত জরিপ চালিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপে অংশ নেয়া ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। এসব রাজ্যের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। আর গোটা ভারতের মতামত জরিপে ২১ দশমিক ১ শতাংশ উত্তরদাতারও একই মত।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে-এই মতের পক্ষে ভোট দিয়েছে ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছে ২৯দশমিক ১ শতাংশ ভারতীয় নাগরিক।