দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
![](https://71newsbd.com/wp-content/uploads/2023/09/cropped-71_new_logo-1.png)
- আপডেট সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে
![](https://71newsbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
যতদিন ডেভিল থাকবে, ততোদিন ‘ডেভিল হান্ট’ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে কার্য অধিবেশনে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। আর প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া ৬ হাজার অস্ত্রের মধ্যে এক হাজার ৪’শ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ফ্যাসিস্টদের মতো আর কোনো সরকার যাতে জেলা প্রশাসকদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত হয় প্রথম কার্য অধিবেশন। এতে বলা হয়, ৮৫ ভাগ পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে, বাকি বই পৌঁছাবে চলতি মাসেই। প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশ প্রাপ্তদের নিয়োগের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানান প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ।
দ্বিতীয় কার্য অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসকরা। পরে বৈঠকের বিষয় তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, পতিত সরকারের লোকদের তৎপরতার বিষয়ে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এদিন, জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুর্নীতির মূল উৎপাটনে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে চতুর্থ কার্য-অধিবেশনে যোগ দেয় জেলা প্রশাসকরা। এতে জেলা প্রশাসকদের আইন, নীতি এবং সংবিধান মেনে জনগণকে সেবা দেয়ার নির্দেশনা দেয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।