আফগানিস্তানে বন্যায় অন্তত ৩৬ জনের মৃত্যু, আহত ৪০

- আপডেট সময় : ০১:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৮৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৪০ জন। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সাঈক বলেন, ‘বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৩০০ বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কয়েক শত একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পশ্চিম আফগানিস্তানের ফারাহ, কন্দাহার এবং হেলমান্দ প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী কাবুলসহ দেশের অন্যান্য অঞ্চলে গত সোমবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশেই বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
গত মঙ্গলবার ফারাহ প্রদেশে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রদেশটিতে ২১ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষি জমি। হেলমান্দ প্রদেশে বন্যা ও বজ্রপাতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কান্দাহারেও বেশ ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে আফগান সরকার এবং স্থানীয় প্রশাসন দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে। দুর্গত এলাকার মানুষদের সাহায্য করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি চলছে। তবে আবহাওয়ার এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে।