ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এন্দ্রিকের গোলে রেয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাচ শেষে এমনিতেও হাসি ছিল না রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মুখে। দুর্দান্ত ফর্মে থাকা দানি সেবায়োস চোট পেয়েছেন শেষ দিকে। হেঁটে বের হতে চাইলেও পারেননি, অন্যের কাঁধে ভর দিয়ে বের হওয়ার সময় কেঁদে ফেলেছেন।

প্রথমার্ধে এরচেয়েও বিব্রতকর ঘটনা ঘটেছে। মাদ্রিদ একাডেমি থেকে এ মৌসুমে মূল দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাওয়া ডিফেন্ডার রাউল আসেনসিওর মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছেন স্বাগতিক দর্শকেরা। খেলা থামিয়েছেন রেফারি। তবু আসেনসিও যেমন মেজাজ না হারান, সেটা নিশ্চিত করতে প্রথমার্ধ শেষেই তাঁকে তুলে নেন মাদ্রিদ কোচ। এতসব ধাক্কা সামলেও রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে মাদ্রিদ।

জয়টা এসেছে বহুদিন পর একাদশে সুযোগ পাওয়া কিশোর এনদ্রিকের গোল থেকে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের আগে চোট পাওয়ায় কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। ফলে বহুদিন পর সুযোগ মেলে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। ১৯ মিনিটেই এর প্রতিদান দিয়েছেন এনদ্রিক। ১৮ বছর বয়সীর আরেকটি শট পোস্টে লেগে ফিরেছে।

গত কয়েক মাসে বলতে গেলে মাঠেই না নামা একজনের জন্য কাজটা সহজ না। এ কারণেই ম্যাচ শেষে এনদ্রিককে প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, ‘সে চোখ ধাঁধানো। যখনই সুযোগ পায় ওর দুর্দান্ত গুণগুলো দেখিয়ে দেয়। ও নিখুঁত, রীতিমতো বিস্ময়কর। সে দ্রুত গতির এবং এখনো উন্নতির অনেক জায়গা আছে।’

এনদ্রিকের প্রশংসায় গতকাল থামতেই পারছিলেন না আনচেলত্তি, ‘কিন্তু ওর ড্রিবলিং, ওয়াও, ওর দৌড়… ওর পায়ে যে শট আছে… ও দ্বিতীয় আরেকটি গোলও পেতে পারত, পোস্টে যে দারুণ শট লাগল… ও চোখধাঁধানো। খুবই কমবয়সী, কিন্তু খুব দ্রুত শিখতে জানে।’

গতকাল শুধু এনদ্রিক না, একাদশে জায়গা মিলেছিল আরেক তরুণ আর্দা গুলাশেরও। এন্দ্রিকের চেয়েও কম সুযোগ পাচ্ছেন এই তুর্কি। তবু প্রতিপক্ষের মাঠ থেকে বেশ অনায়াসে ম্যাচ জিতেছে ফিরেছে তারা। আনচেলত্তি বলছেন, অবশেষে তারা নিজেদের সেরাটার কাছাকাছি এসেছেন, ‘আমরা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আজ আমরা অনেক বদল করেছি, কিন্তু তবু নিখুঁত ছিলাম, নিশ্ছিদ্র ছিলাম, রক্ষণে ভালো ছিলাম। আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এটা কঠিন ম্যাচ ছিল, এমন এক প্রতিপক্ষের বিপক্ষে যারা নিজেদের সর্বোচ্চ দিয়েছে। পরের লেগের জন্য ভালো এক ফল নিয়ে ফিরছি আমরা।’

নিউজটি শেয়ার করুন

এন্দ্রিকের গোলে রেয়ালের কষ্টার্জিত জয়

আপডেট সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ম্যাচ শেষে এমনিতেও হাসি ছিল না রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মুখে। দুর্দান্ত ফর্মে থাকা দানি সেবায়োস চোট পেয়েছেন শেষ দিকে। হেঁটে বের হতে চাইলেও পারেননি, অন্যের কাঁধে ভর দিয়ে বের হওয়ার সময় কেঁদে ফেলেছেন।

প্রথমার্ধে এরচেয়েও বিব্রতকর ঘটনা ঘটেছে। মাদ্রিদ একাডেমি থেকে এ মৌসুমে মূল দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাওয়া ডিফেন্ডার রাউল আসেনসিওর মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছেন স্বাগতিক দর্শকেরা। খেলা থামিয়েছেন রেফারি। তবু আসেনসিও যেমন মেজাজ না হারান, সেটা নিশ্চিত করতে প্রথমার্ধ শেষেই তাঁকে তুলে নেন মাদ্রিদ কোচ। এতসব ধাক্কা সামলেও রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে মাদ্রিদ।

জয়টা এসেছে বহুদিন পর একাদশে সুযোগ পাওয়া কিশোর এনদ্রিকের গোল থেকে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের আগে চোট পাওয়ায় কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। ফলে বহুদিন পর সুযোগ মেলে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। ১৯ মিনিটেই এর প্রতিদান দিয়েছেন এনদ্রিক। ১৮ বছর বয়সীর আরেকটি শট পোস্টে লেগে ফিরেছে।

গত কয়েক মাসে বলতে গেলে মাঠেই না নামা একজনের জন্য কাজটা সহজ না। এ কারণেই ম্যাচ শেষে এনদ্রিককে প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, ‘সে চোখ ধাঁধানো। যখনই সুযোগ পায় ওর দুর্দান্ত গুণগুলো দেখিয়ে দেয়। ও নিখুঁত, রীতিমতো বিস্ময়কর। সে দ্রুত গতির এবং এখনো উন্নতির অনেক জায়গা আছে।’

এনদ্রিকের প্রশংসায় গতকাল থামতেই পারছিলেন না আনচেলত্তি, ‘কিন্তু ওর ড্রিবলিং, ওয়াও, ওর দৌড়… ওর পায়ে যে শট আছে… ও দ্বিতীয় আরেকটি গোলও পেতে পারত, পোস্টে যে দারুণ শট লাগল… ও চোখধাঁধানো। খুবই কমবয়সী, কিন্তু খুব দ্রুত শিখতে জানে।’

গতকাল শুধু এনদ্রিক না, একাদশে জায়গা মিলেছিল আরেক তরুণ আর্দা গুলাশেরও। এন্দ্রিকের চেয়েও কম সুযোগ পাচ্ছেন এই তুর্কি। তবু প্রতিপক্ষের মাঠ থেকে বেশ অনায়াসে ম্যাচ জিতেছে ফিরেছে তারা। আনচেলত্তি বলছেন, অবশেষে তারা নিজেদের সেরাটার কাছাকাছি এসেছেন, ‘আমরা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আজ আমরা অনেক বদল করেছি, কিন্তু তবু নিখুঁত ছিলাম, নিশ্ছিদ্র ছিলাম, রক্ষণে ভালো ছিলাম। আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এটা কঠিন ম্যাচ ছিল, এমন এক প্রতিপক্ষের বিপক্ষে যারা নিজেদের সর্বোচ্চ দিয়েছে। পরের লেগের জন্য ভালো এক ফল নিয়ে ফিরছি আমরা।’