রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ৬ মার্চ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪০৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য সময় নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে দুই সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবী। শুনানির জন্য আগামী ৬ মার্চ তারিখ ঠিক করেছেন আপিল বিভাগ।
আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে দু’সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবী।
পরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এর শুনানির কথা থাকলেও সময় আবেদনের কারণে তা আর হয়নি।
এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও তাদের পদমর্যাদা বাড়াতে আবেদন করেছেন যার শুনানিও একই সাথে হবে ৬ মার্চ।
এর আগে ২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ।