অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০২ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৭৩ বার পড়া হয়েছে

সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে ১০২ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এডিশনাল এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন।
পদোন্নতি যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।