যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম কুখ্যাত রাজনৈতিক এবং যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছে মনিকা লিউনস্কির নাম। তখনকার জনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যা নিয়ে তিন দশক পর প্রথমবারের মতো মুখ খুলেছেন মনিকা।
মনিকা লেউনস্কি বলেছেন, 'আমি মনে করি, এমন পরিস্থিতি সামাল দেয়ার সঠিক উপায় হতো হয়তো বিষয়টিকে একান্ত ব্যক্তিগত বলে ঘোষণা করা এবং পদত্যাগ করা,' বলেন লেউনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) 'কল হার ডেডি' পডকাস্টে তিনি এমনটি জানিয়েছেন। 'অথবা, এমন একটি উপায়ে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া, যাতে মিথ্যা না বলতে হতো এবং নতুন কর্মজীবন শুরু করা এক তরুণীকে বলির পাঠা বানাতে হতো না।' খবর হাফপোস্টের।
লেউনস্কি জানান, তাকে আগে কখনো প্রশ্ন করা হয়নি যে, তিনি মনে করেন কীভাবে বিষয়টি সামল দেয়া উচিত ছিল। ফলে, এই প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নিতে হয়েছে তাকে। পডকাস্টের সঞ্চালক অ্যালেক্স কুপার তার উত্তরের প্রশংসা করে বলেন, 'এটা অন্তত তোমার প্রাপ্য ছিল।'
১৯৯৫ সালে, যখন লেউনস্কি হোয়াইট হাউসে ২২ বছর বয়সে ইন্টার্ন ছিলেন, তখন তার সঙ্গে ক্লিনটনের শারীরিক সম্পর্ক শুরু হয়। যা ১৯৯৮ সাল পর্যন্ত চলতে থাকে। পরবর্তীতে লেউনস্কি তার সহকর্মী লিন্ডা ট্রিপকে বিষয়টি জানান। ট্রিপ তার সঙ্গে হওয়া ফোনালাপ গোপনে রেকর্ড করতে থাকেন এবং লেউনস্কিকে ক্লিনটনের শুক্রাণু লাগা পোশাকটি পরিষ্কার না করার পরামর্শ দেন, যাতে এটি 'বিমা নীতির' মতো কাজ করে।
পরবর্তীতে, ট্রিপ এই ফোনালাপগুলোর রেকর্ড বিশেষ তদন্তকারী কেনেথ স্টারের কাছে হস্তান্তর করেন, যিনি ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত পরিচালনা করছিলেন।
ক্লিনটন শপথ নিয়ে সাক্ষ্য দেয়ার সময় লেউনস্কির সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেন। ১৯৯৮ সালে গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পরও তিনি প্রথমে তা অস্বীকার করেন, তবে পরে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। লেউনস্কির পোশাকে থাকা শুক্রাণুর দাগ ক্লিনটনের ডিএনএ পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ার পর ক্লিনটনের বিরুদ্ধে শপথভঙ্গ (পারজুরি) এবং মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগ আনা হয়। তিনি অভিশংসিত হন, তবে পরে আদালতে খালাস পান।
'কল হার ডেডি' পডকাস্টে লেউনস্কি জানান, এই কেলেঙ্কারির কারণে তিনি তার ভবিষ্যৎ হারিয়েছেন। তবে তার 'সত্যিকারের আত্মসত্তার' একটি অংশ ধরে রাখতে পেরে নিজেকে 'সৌভাগ্যবান' মনে করেন।লেউনস্কি এই পডকাস্টে অংশ নিয়েছেন তার নিজস্ব পডকাস্ট রিক্লেইমিং-এর প্রচারের জন্য, যেখানে অলিভিয়া মুন এবং অ্যালান কামিংয়ের মতো ব্যক্তিত্বরা অতিথি হিসেবে এসেছেন।