দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন এবং প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যরেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনা প্রধান বলেন, ‘ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১– এর পর থেকেই দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টেকে আধুনিক ও আরও সক্ষম করে গড়ে তোলা হবে। আগামীতে এই রেজিমেন্টেকে শক্তিশালী করতে প্রয়োজনে আধুনিক যন্ত্রাংশ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বাড়ানো হবে।’
আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।
এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে প্রথমে প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে সেনাপ্রধানকে ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ পদক পরিয়ে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্য শেষে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন তিনি। সংক্ষিপ্ত এ আয়োজন শেষে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন সেনাপ্রধান।