ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে মোহামেডান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ডিপিএলে বিগ বাজেটে বড় দল গড়েছে মোহামেডান। জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী দলটি। দীর্ঘদিন পর তাই আবাহনী-মোহামেডানের লড়াইয়ে দেখা যেতে পারে পুরনো রোমাঞ্চ।

লম্বা সময় পর দাপুটে চেহারায় ফিরেছে মোহামেডান। খেলা মাঠে না গড়ালেও স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম দেখলেই সেটা স্পষ্ট হবে। তামিম ইকবাল, মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন থেকে শুরু করে বড় নামের সিংহভাগই আছেন সে তালিকায়।

আগের আসর গুলোতে দল সেরা দল গড়ার প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে ছিলো মোহামেডান। তবে ক্লাবের বাজেট বাড়ায় চিত্রটা ভিন্ন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘বর্তমানে সবচেয়ে বেশি বাজেটের দল মোহামেডান। তুলনামূলকভাবে এ বছর আরও অনেক হাইবাজেট টিম নিয়ে তারা ভালো দল করেছে। ক্লাবগুলোতে যে দল বেশি টাকা খরচ করে তারাই ভালো দল করে।’

বিগত বছরগুলোতে আবাহনীকে বলা হয় জাতীয় দলের ছায়া দল। কিন্তু এবার সেই তকমাটা মোহামেডানের। তবে সাইফউদ্দিনের তথ্যসূত্রে জানা গেলো ক্রিকেট পাড়ায় ফরচুন বরিশালের ছায়া দল হিসেবে সম্বোধন করা হচ্ছে ঐতিহ্যবাহী সাদা-কালো ক্লাবটিকে।

সাইফউদ্দিন বলেন, ‘সবাই হাসাহাসি করে ফরচুন বরিশালের ছায়া টিম মোহামেডান। যেহেতু আমি গতবছর ছিলাম। আনফরচুনেটলি এ বছর খেলতে পারিনি। তারপরও ভালো একটা মোমেন্টাম আছে, এখানকার কোচ থেকে ক্যাপ্টেন দুজনই এখানে কাজ করবে।’

টানা ছয় বছর আবাহনীতে খেলেছেন সাইফ। অন্য দলে ভালো পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন। তবে সব পেছনে ফেলে মোহামেডানের ডেরায় আসার অন্যতম কারণ তামিম ইকবাল।

সাইফউদ্দিন বলেন, ‘যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল, তখন থেকেই উনি আমাকে বিশ্বাস করে বিধায় হয়তো উনি আমাকে মোহামেডানে নিয়েছে। উনার একক প্রচেষ্টাতেই হয়তো মোহামেডান আমাকে নিয়েছে এটা আমি মনে করি। আমার নিজেরও অনেক বড় এমাউন্টের সাইন ছিল এ বছর।’

পুরোনো দিনগুলোর মতো এখন আর আবাহনী-মোহামেডান ম্যাচে আগের সেই উত্তেজনা নেই। তবে দীর্ঘসময় পর বড় বাজেটের দল গড়ায় দু’দলের লড়াইয়ে ঐতিহ্য ফেরার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে মোহামেডান

আপডেট সময় : ০২:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

আসন্ন ডিপিএলে বিগ বাজেটে বড় দল গড়েছে মোহামেডান। জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী দলটি। দীর্ঘদিন পর তাই আবাহনী-মোহামেডানের লড়াইয়ে দেখা যেতে পারে পুরনো রোমাঞ্চ।

লম্বা সময় পর দাপুটে চেহারায় ফিরেছে মোহামেডান। খেলা মাঠে না গড়ালেও স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম দেখলেই সেটা স্পষ্ট হবে। তামিম ইকবাল, মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন থেকে শুরু করে বড় নামের সিংহভাগই আছেন সে তালিকায়।

আগের আসর গুলোতে দল সেরা দল গড়ার প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে ছিলো মোহামেডান। তবে ক্লাবের বাজেট বাড়ায় চিত্রটা ভিন্ন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘বর্তমানে সবচেয়ে বেশি বাজেটের দল মোহামেডান। তুলনামূলকভাবে এ বছর আরও অনেক হাইবাজেট টিম নিয়ে তারা ভালো দল করেছে। ক্লাবগুলোতে যে দল বেশি টাকা খরচ করে তারাই ভালো দল করে।’

বিগত বছরগুলোতে আবাহনীকে বলা হয় জাতীয় দলের ছায়া দল। কিন্তু এবার সেই তকমাটা মোহামেডানের। তবে সাইফউদ্দিনের তথ্যসূত্রে জানা গেলো ক্রিকেট পাড়ায় ফরচুন বরিশালের ছায়া দল হিসেবে সম্বোধন করা হচ্ছে ঐতিহ্যবাহী সাদা-কালো ক্লাবটিকে।

সাইফউদ্দিন বলেন, ‘সবাই হাসাহাসি করে ফরচুন বরিশালের ছায়া টিম মোহামেডান। যেহেতু আমি গতবছর ছিলাম। আনফরচুনেটলি এ বছর খেলতে পারিনি। তারপরও ভালো একটা মোমেন্টাম আছে, এখানকার কোচ থেকে ক্যাপ্টেন দুজনই এখানে কাজ করবে।’

টানা ছয় বছর আবাহনীতে খেলেছেন সাইফ। অন্য দলে ভালো পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন। তবে সব পেছনে ফেলে মোহামেডানের ডেরায় আসার অন্যতম কারণ তামিম ইকবাল।

সাইফউদ্দিন বলেন, ‘যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল, তখন থেকেই উনি আমাকে বিশ্বাস করে বিধায় হয়তো উনি আমাকে মোহামেডানে নিয়েছে। উনার একক প্রচেষ্টাতেই হয়তো মোহামেডান আমাকে নিয়েছে এটা আমি মনে করি। আমার নিজেরও অনেক বড় এমাউন্টের সাইন ছিল এ বছর।’

পুরোনো দিনগুলোর মতো এখন আর আবাহনী-মোহামেডান ম্যাচে আগের সেই উত্তেজনা নেই। তবে দীর্ঘসময় পর বড় বাজেটের দল গড়ায় দু’দলের লড়াইয়ে ঐতিহ্য ফেরার অপেক্ষা।