ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টেনিস ক্রিকেট খেলে আয় ২০ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেনিস ক্রিকেট খেলে আয় ২০ লাখ টাকা অথচ প্রফেশনাল ক্রিকেটে অর্ধেক। তবুও অন্যান্য টেনিস ক্রিকেটারদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান টেপ টেনিস ক্রিকেটার শাহরিয়ার কমল। লক্ষ্য টেপ টেনিসের মতো প্রফেশনাল ক্রিকেটেও দাপট দেখানো।

টেপ টেনিস ক্রিকেটে এক সিজনেই আয় বিশ লক্ষ টাকা। শুনে চক্ষু চড়কগাছ হতে পারে তবে ঘটনা সত্যি। গল্পটা ক্রিকেটার শাহরিয়ার কমলের।

আবাহনী লিমিটেডের ক্রিকেটার শাহরিয়ার কমল বলেন, ‘এখন পর্যন্ত টেনিস বল ক্রিকেট আর্থিকভাবে লাভবান। এখন এই প্রথম বছর আমি প্রিমিয়ার ডিভিশনে ঢাকা আবাহনী লিমিটেডে খেলার সুযোগ পেয়েছি আমার কাছে মনে হচ্ছে টেপ টেনিসে আয়টা অনেক বেশি। বিভিন্ন ম্যাচে বিভিন্ন রেটে খেলা হয়। কোনো কোনো ম্যাচে আমাকে ৪০ হাজার টাকাও পেমেন্ট করে।’

অবশ্য টেপ টেনিস থেকে ক্রিকেট বল, দুই ঘরানার ক্রিকেটেই দাপিয়ে বেড়াচ্ছেন শাহরিয়ার কমল। টেপ টেনিস ক্রিকেট অঙ্গনে খ্যাতির শীর্ষে থাকলেও প্রফেশনাল ক্রিকেটে অনেকটা আনকোরা তিনি। তবে লক্ষ্যে অবিচল থেকে আর পারফর্ম করেই এবার ডিপিএলে জায়গা করে নিয়েছেন শীর্ষ ক্লাব আবাহনীতে।

আবাহনী লিমিটেডের কোচ হান্নান সরকার বলেন, ‘আমি চেষ্টা করেছি উপরে ব্যাটিংয়ে প্লেসে কীভাবে তরুণদের সুযোগ দেয়া যায়। যেহেতু কমল কিপিং করে সেটা আমাকে এক্সট্রা বেনিফিট দিয়েছে।’

টেনিস থেকে ক্রিকেট বলে আসার প্রক্রিয়াটা মসৃণ ছিল না কমলের। কেন? সেই কারণটাও জানিয়েছেন। পাশাপাশি চ্যালেঞ্জ থাকলেও আগামীর লক্ষ্যে অবিচল কমল।

কমল বলেন, ‘প্রিমিয়ার লিগে প্রথম দুই বছরে আমাকে তিনটা গেম খেলানো হয়েছে তারপরও অল্প টাকায় আমাকে ৫টা গেম দিয়েছে আমি ভালো খেলেছি। এভাবে চলে আসে। আমার জার্নিটা এতো সহজ ছিল না। আমি সুযোগ কম পেয়েছি। যতটুকু পেয়েছি কাজে লাগানোর চেষ্টা করেছি।’

পারিশ্রমিকের তুলনা করলে টেনিসের তুলনায় সিজনে কমলের আয় অর্ধেক। তবুও সেটা আবাহনীর মতো সর্বোচ্চ ক্লাবে আসার পর। কমল অবশ্য এই আর্থিক ক্ষতিটা বিনিয়োগ করছেন বড় স্বপ্ন থেকেই। কারণ টেনিস থেকে প্রফেশনাল ক্রিকেটে ক্যারিয়ার গড়ার দৃষ্টান্ত স্থাপন করতে চান শাহরিয়ার কমল।

নিউজটি শেয়ার করুন

টেনিস ক্রিকেট খেলে আয় ২০ লাখ টাকা!

আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

টেনিস ক্রিকেট খেলে আয় ২০ লাখ টাকা অথচ প্রফেশনাল ক্রিকেটে অর্ধেক। তবুও অন্যান্য টেনিস ক্রিকেটারদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান টেপ টেনিস ক্রিকেটার শাহরিয়ার কমল। লক্ষ্য টেপ টেনিসের মতো প্রফেশনাল ক্রিকেটেও দাপট দেখানো।

টেপ টেনিস ক্রিকেটে এক সিজনেই আয় বিশ লক্ষ টাকা। শুনে চক্ষু চড়কগাছ হতে পারে তবে ঘটনা সত্যি। গল্পটা ক্রিকেটার শাহরিয়ার কমলের।

আবাহনী লিমিটেডের ক্রিকেটার শাহরিয়ার কমল বলেন, ‘এখন পর্যন্ত টেনিস বল ক্রিকেট আর্থিকভাবে লাভবান। এখন এই প্রথম বছর আমি প্রিমিয়ার ডিভিশনে ঢাকা আবাহনী লিমিটেডে খেলার সুযোগ পেয়েছি আমার কাছে মনে হচ্ছে টেপ টেনিসে আয়টা অনেক বেশি। বিভিন্ন ম্যাচে বিভিন্ন রেটে খেলা হয়। কোনো কোনো ম্যাচে আমাকে ৪০ হাজার টাকাও পেমেন্ট করে।’

অবশ্য টেপ টেনিস থেকে ক্রিকেট বল, দুই ঘরানার ক্রিকেটেই দাপিয়ে বেড়াচ্ছেন শাহরিয়ার কমল। টেপ টেনিস ক্রিকেট অঙ্গনে খ্যাতির শীর্ষে থাকলেও প্রফেশনাল ক্রিকেটে অনেকটা আনকোরা তিনি। তবে লক্ষ্যে অবিচল থেকে আর পারফর্ম করেই এবার ডিপিএলে জায়গা করে নিয়েছেন শীর্ষ ক্লাব আবাহনীতে।

আবাহনী লিমিটেডের কোচ হান্নান সরকার বলেন, ‘আমি চেষ্টা করেছি উপরে ব্যাটিংয়ে প্লেসে কীভাবে তরুণদের সুযোগ দেয়া যায়। যেহেতু কমল কিপিং করে সেটা আমাকে এক্সট্রা বেনিফিট দিয়েছে।’

টেনিস থেকে ক্রিকেট বলে আসার প্রক্রিয়াটা মসৃণ ছিল না কমলের। কেন? সেই কারণটাও জানিয়েছেন। পাশাপাশি চ্যালেঞ্জ থাকলেও আগামীর লক্ষ্যে অবিচল কমল।

কমল বলেন, ‘প্রিমিয়ার লিগে প্রথম দুই বছরে আমাকে তিনটা গেম খেলানো হয়েছে তারপরও অল্প টাকায় আমাকে ৫টা গেম দিয়েছে আমি ভালো খেলেছি। এভাবে চলে আসে। আমার জার্নিটা এতো সহজ ছিল না। আমি সুযোগ কম পেয়েছি। যতটুকু পেয়েছি কাজে লাগানোর চেষ্টা করেছি।’

পারিশ্রমিকের তুলনা করলে টেনিসের তুলনায় সিজনে কমলের আয় অর্ধেক। তবুও সেটা আবাহনীর মতো সর্বোচ্চ ক্লাবে আসার পর। কমল অবশ্য এই আর্থিক ক্ষতিটা বিনিয়োগ করছেন বড় স্বপ্ন থেকেই। কারণ টেনিস থেকে প্রফেশনাল ক্রিকেটে ক্যারিয়ার গড়ার দৃষ্টান্ত স্থাপন করতে চান শাহরিয়ার কমল।