ভারত কিংবা পাকিস্তানপন্থী বলে বাংলাদেশের মানুষকে আর বিভাজিত করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 'আমাদের একমাত্র লক্ষ্য-একমাত্র সাধারণ মানুষই হবে সকল ক্ষমতার ঊর্ধ্বে। ২য় ঘোষণাপত্র অধরা কোন স্বপ্ন নয়, এটি আমাদের প্রতিজ্ঞা।'
আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আজকে আমরা এক ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। সে স্বপ্ন বাস্তবায়নের কথা বলতে আমরা উপস্থিত হয়েছি।'
বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তান পন্থি কিছুর ঠাঁই হবে না বলেও জানা নাহিদ ইসলাম।
তিনি বলেন, 'আন্দোলন কেবল এক সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্য হয়নি। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয় থাকতে হবে। এজন্য আমরা এই দল গঠন করছি।'
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, 'ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি।'
এদিকে সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'তরুণদের স্বপ্ন আগামীর বাংলাদেশ নতুন সংবিধানের আলোকে পরিচালিত হবে। সে আলোকে গণপরিষদ নির্বাচনের আহ্বান।'
তিনি বলেন, 'আজকের তরুণরা যে দায়িত্ব নিতে যাচ্ছে তা যেন ভালোভাবে বাস্তবায়ন হয়। আপনাদের সবার কাছে দোয়া চাই।'
আগামীর বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।
এর আগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি) আজ সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন।
জাতীয় নাগরিক পার্টির আংশিক ঘোষণা করছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে থাকবে ১৫১ জন।