ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার হয়নি, অন্তর্বর্তী সরকার ব্যর্থ: দুদু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের মামলা ও সরকারের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে দুদু বলেন, সরকারের প্রতি আমাদের আহ্বান, দ্রুত জাতীয় নির্বাচন দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাবে।

সরকারের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে মামলা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন-অত্যাচার হয়েছে। প্রায় ৬০ লাখ মামলা দায়ের করা হয়েছে।

দুদু বলেন, দেশের জনগণ সরকারের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখিয়ে এসেছে। তবে যদি সরকার সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে জনগণ সমর্থন প্রত্যাহার করতে এক মুহূর্ত দেরি করবে না। তাই সরকারকে সতর্ক থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার হয়নি, অন্তর্বর্তী সরকার ব্যর্থ: দুদু

আপডেট সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের মামলা ও সরকারের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে দুদু বলেন, সরকারের প্রতি আমাদের আহ্বান, দ্রুত জাতীয় নির্বাচন দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাবে।

সরকারের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে মামলা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন-অত্যাচার হয়েছে। প্রায় ৬০ লাখ মামলা দায়ের করা হয়েছে।

দুদু বলেন, দেশের জনগণ সরকারের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখিয়ে এসেছে। তবে যদি সরকার সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে জনগণ সমর্থন প্রত্যাহার করতে এক মুহূর্ত দেরি করবে না। তাই সরকারকে সতর্ক থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।