ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌদি আরবে আজ রমজানের চাঁদ দেখার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রধান জ্যোতির্বিদ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সন্ধ্যায়। এদিকে দেশে দেশে চলছে রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি।

খেজুর, আতর, সুগন্ধি কেনায় ব্যস্ত মুসলিম উম্মাহ। কারণ বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। মাসব্যাপী রোজা পালনে প্রস্তুতি চলছে বিশ্বের মুসলিম দেশগুলোতে।

এরই মধ্যে সৌদি আরবের মক্কা ও মদিনার মসজিদগুলোতেও চলছে তারাবির প্রস্তুতি। মুসুল্লিদের নামাজের জন্য পবিত্র কাবার আশপাশের অবকাঠামোর কার্পেট পরিবর্তন করা হয়েছে। মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ প্রকাশিত ছবিতে দেখা যায়, নামাজের জন্য এ বছর কাবায় সবুজ রঙের নতুন কার্পেট বিছানো হয়েছে।

কবে নাগাদ রমজান শুরু হতে পারে এ বিষয়ে রিয়াদ জানিয়েছে, শুক্রবার সৌদির স্থানীয় সময় বিকাল পৌনে ৬ টায় চাঁদ দেখা কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। তবে দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের প্রধান জানিয়েছেন, সব তথ্য-উপাত্তের বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের প্রধান আব্দুল্লাহ আল খুদাইর বলেন, ‘ইনশাল্লাহ শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই আমরা তারাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।’

সৌদি আরব ছাড়াও পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের দেশে বইছে রোজার আমেজ। ইফতার ও সেহরির জন্য খেজুর, ছোলা, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা।

পাকিস্তানে বছর মূল্যস্ফীতি কমলেও তার তেমন প্রভাব পড়েনি নিত্য পণ্যের বাজারে। এমনটাই অভিযোগ সাধারণ ভোক্তাদের। তাই রোজার আগমনে বাড়তি খরচ নিয়ে চিন্তিত অনেকে।

ভোক্তাদের একজন বলেন, ‘ডাল ও মরিচের দর কমেছে। অন্যদিকে কেজি প্রতি মুরগি দর ৭শ’ রুপি হয়েছে। ডিমের দাম ডজন প্রতি ৩শ’ রুপি। শুধু রমজানের কারণে এমন হয়েছে।’

আরেকজন বলেন, ‘পাইকারি বাজারে যখন পণ্যের দাম বাড়ে। তখন খুচরা বাজারের ক্রেতাদের পণ্য কিনতে অতিরিক্ত অর্থ গুণতে হয়। প্রতিবছর রোজায় একই অবস্থা হয়।’

তবে এবার পাহাড় সমান দুশ্চিন্তা নিয়ে রমজান শুরু করতে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরাইলি আগ্রাসন থেকে মুক্তির প্রার্থনায় আল্লাহ তায়ালার দরবারে দু’হাত তোলার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে আজ রমজানের চাঁদ দেখার সম্ভাবনা

আপডেট সময় : ০৪:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

সৌদি আরবে আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রধান জ্যোতির্বিদ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সন্ধ্যায়। এদিকে দেশে দেশে চলছে রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি।

খেজুর, আতর, সুগন্ধি কেনায় ব্যস্ত মুসলিম উম্মাহ। কারণ বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। মাসব্যাপী রোজা পালনে প্রস্তুতি চলছে বিশ্বের মুসলিম দেশগুলোতে।

এরই মধ্যে সৌদি আরবের মক্কা ও মদিনার মসজিদগুলোতেও চলছে তারাবির প্রস্তুতি। মুসুল্লিদের নামাজের জন্য পবিত্র কাবার আশপাশের অবকাঠামোর কার্পেট পরিবর্তন করা হয়েছে। মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ প্রকাশিত ছবিতে দেখা যায়, নামাজের জন্য এ বছর কাবায় সবুজ রঙের নতুন কার্পেট বিছানো হয়েছে।

কবে নাগাদ রমজান শুরু হতে পারে এ বিষয়ে রিয়াদ জানিয়েছে, শুক্রবার সৌদির স্থানীয় সময় বিকাল পৌনে ৬ টায় চাঁদ দেখা কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। তবে দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের প্রধান জানিয়েছেন, সব তথ্য-উপাত্তের বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের প্রধান আব্দুল্লাহ আল খুদাইর বলেন, ‘ইনশাল্লাহ শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই আমরা তারাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।’

সৌদি আরব ছাড়াও পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের দেশে বইছে রোজার আমেজ। ইফতার ও সেহরির জন্য খেজুর, ছোলা, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা।

পাকিস্তানে বছর মূল্যস্ফীতি কমলেও তার তেমন প্রভাব পড়েনি নিত্য পণ্যের বাজারে। এমনটাই অভিযোগ সাধারণ ভোক্তাদের। তাই রোজার আগমনে বাড়তি খরচ নিয়ে চিন্তিত অনেকে।

ভোক্তাদের একজন বলেন, ‘ডাল ও মরিচের দর কমেছে। অন্যদিকে কেজি প্রতি মুরগি দর ৭শ’ রুপি হয়েছে। ডিমের দাম ডজন প্রতি ৩শ’ রুপি। শুধু রমজানের কারণে এমন হয়েছে।’

আরেকজন বলেন, ‘পাইকারি বাজারে যখন পণ্যের দাম বাড়ে। তখন খুচরা বাজারের ক্রেতাদের পণ্য কিনতে অতিরিক্ত অর্থ গুণতে হয়। প্রতিবছর রোজায় একই অবস্থা হয়।’

তবে এবার পাহাড় সমান দুশ্চিন্তা নিয়ে রমজান শুরু করতে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরাইলি আগ্রাসন থেকে মুক্তির প্রার্থনায় আল্লাহ তায়ালার দরবারে দু’হাত তোলার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা।