ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মধ্যরাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ একাধিক যানবাহনে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল কয়েকটি যানবাহনে ভাঙচুর ও যাত্রীদের মারধরও করে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে ঘটে এ ঘটনা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ডাকাতির তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতেরা। এতে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অল্প সময়ে কয়েকটি বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস আটকা পড়ে। পরে ধারালো অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করা হয়।

গাড়ির দরজা খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুরও করা হয়। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

কতগুলো যানবাহনে ডাকাতি হয়েছে তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

মধ্যরাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতি

আপডেট সময় : ০১:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ একাধিক যানবাহনে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল কয়েকটি যানবাহনে ভাঙচুর ও যাত্রীদের মারধরও করে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে ঘটে এ ঘটনা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ডাকাতির তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতেরা। এতে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অল্প সময়ে কয়েকটি বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস আটকা পড়ে। পরে ধারালো অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করা হয়।

গাড়ির দরজা খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুরও করা হয়। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

কতগুলো যানবাহনে ডাকাতি হয়েছে তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’