ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন, এনআরএফ আয়োজিত এক আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও বক্তব্য রাখেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনও মিনমিনিয়ে কথা বলছেন বিদেশি গণমাধ্যমে। তবে দেশে প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলছেন না।’

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে, নিজেদের পক্ষে সাজিয়েছিলেন সেদিনই বলেছি এটার সংস্কার দরকার। কিন্তু গণপরিষদ কেন হবে? এর মধ্যে ত আরও একটি উদ্দেশ্য আছে। যারা গণপরিষদের কথা সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের কথা সামনে আনছে হয় তারা বুঝে না, অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।

যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে সংসদীয় নির্বাচনের আগে, তাদের একটি মতলব আছে উল্লেখ করে তিনি আরও বলেন, কারণ ৫ আগস্টের গণঅভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান নির্বাচনের জন্য হয়েছিলো, দেশে পৌরসভা, উপজেলা নির্বাচনের জন্য হয়েছিলো? তাহলে তারা কেন মেম্বার-চেয়ারম্যান নির্বাচন আগে হবে, আগে হবে এই দাবি তুলছে? একটা বিষয় আছে, সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথটা যত দীর্ঘায়িত করা যায় ততই তাদের লাভ। কারও ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারও মনোবাসনা পূর্ণ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহা-সচিব রুহুল কবির রিজভী, বিশিষ্ঠ রসায়ন বিজ্ঞানী প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়্যারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, সহ স্বেচ্ছা সেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজেড সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান

আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন, এনআরএফ আয়োজিত এক আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও বক্তব্য রাখেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনও মিনমিনিয়ে কথা বলছেন বিদেশি গণমাধ্যমে। তবে দেশে প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলছেন না।’

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে, নিজেদের পক্ষে সাজিয়েছিলেন সেদিনই বলেছি এটার সংস্কার দরকার। কিন্তু গণপরিষদ কেন হবে? এর মধ্যে ত আরও একটি উদ্দেশ্য আছে। যারা গণপরিষদের কথা সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের কথা সামনে আনছে হয় তারা বুঝে না, অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।

যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে সংসদীয় নির্বাচনের আগে, তাদের একটি মতলব আছে উল্লেখ করে তিনি আরও বলেন, কারণ ৫ আগস্টের গণঅভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান নির্বাচনের জন্য হয়েছিলো, দেশে পৌরসভা, উপজেলা নির্বাচনের জন্য হয়েছিলো? তাহলে তারা কেন মেম্বার-চেয়ারম্যান নির্বাচন আগে হবে, আগে হবে এই দাবি তুলছে? একটা বিষয় আছে, সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথটা যত দীর্ঘায়িত করা যায় ততই তাদের লাভ। কারও ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারও মনোবাসনা পূর্ণ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহা-সচিব রুহুল কবির রিজভী, বিশিষ্ঠ রসায়ন বিজ্ঞানী প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়্যারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, সহ স্বেচ্ছা সেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজেড সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।