ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. আল-আমীন (২৮)। শুক্রবার রাতে উপজেলার পুটিয়া সীমান্ত বরাবর ভারতের সীমানায় এই ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, শুক্রবার রাতে আল-আমীন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ তাঁকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আল-আমীন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাঁকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ইউএনও জানান, আল-আমীনের মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. আল-আমীন (২৮)। শুক্রবার রাতে উপজেলার পুটিয়া সীমান্ত বরাবর ভারতের সীমানায় এই ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, শুক্রবার রাতে আল-আমীন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ তাঁকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আল-আমীন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাঁকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ইউএনও জানান, আল-আমীনের মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি।