ছয় মাস ধরে বন্ধ সড়কের নির্মাণ, ভোগান্তিতে লাখো মানুষ

- আপডেট সময় : ০৩:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ৩৮৪ বার পড়া হয়েছে

৬ মাসের বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের মহিষালোহা-সাটুরিয়া গওলা বাজার সড়কের নির্মাণকাজ। সড়কে অনেকটা জুড়ে নির্মাণকাজ বন্ধ থাকায় ভাঙাচোরা রাস্তায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে দুই উপজেলার লাখো মানুষকে। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি নির্মাণের দাবি স্থানীয়দের।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা থেকে সাটুরিয়া সদর ইউনিয়নের গওলা বাজার পর্যন্ত ১ হাজার ২৬০ মিটার সড়কের নির্মাণকাজ শুরু হয় গত বছর জুলাইয়ে।
১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রেবা কনস্ট্রাকশন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার কর্তৃপক্ষ।
এরপর থেকে রাস্তা খুঁড়ে রাখা হলেও এগোয়নি কাজ। এতে সাটুরিয়া ও পাশের ধামরাই উপজেলার প্রায় ২০ থেকে ২৫ গ্রামের মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে।
বাসিন্দাদের একজন বলেন, ‘এই রাস্তা ৬ মাস ধরে বালু ফেলে রাখছে আমরা চলতে পারি না। খুবই কষ্ট করে চলতে হচ্ছে।’
আরেকজন বলেন, ‘ধুলা বালির কারণে চলতে পারি না।’
এ বিষয়ে ঠিকাদার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
মানিকগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, ‘ঠিকাদারদের সাথে ম্যানেজমেন্ট মিটিং করেছি। এছাড়া আমাদের টিম প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। খুবই দ্রুত কাজ শেষ করা হবে।’
চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজই হয়নি। দ্রুত সড়কের নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।