বুন্দেস লিগা স্টুটগার্টকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। খেলার ৩৪ মিনিটে স্টিলারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ওলিসের গোলে ১-১ এ সমতা আনে বাভারিয়ানরা।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। খেলার ৬৪ মিনিটে লিওনের গোলে ২-১ গোলে লিড নেয় বায়ার্ন। ম্যাচের অন্তিম মুহূর্তে কিংসলে কোমানের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির দল।
২৪ ম্যাচে ১৯ জয় ৪ ড্র ও ১ পরাজয়ে ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরে বায়ার্ন। দুইয়ে থাকা লেভারকুসেনের পয়েন্ট ৫০।