শেখ হাসিনার শাসনে নৃশংসতার দলিল সংরক্ষণের নির্দেশ প্রধান উপদেষ্টার

- আপডেট সময় : ০৮:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৩৬৭ বার পড়া হয়েছে

শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের নৃশংসতার দলিল যথাযথ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ (রোববার, ২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার নৃশংস কর্মকাণ্ড সংরক্ষণ করতে না পারলে ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।’
শাপলা চত্বরে দমন, দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন ড. ইউনূস।
এসময় গোয়েন লুইস বলেন, ‘জাতিসংঘ এই বিষয়ে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।’ জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
তখন লুইস বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আগামী ৫ মার্চ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে এই প্রতিবেদন তুলে ধরবেন।’