চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো প্রোটিয়ারা।
টস জিতে ব্যাট করতে নেমে পেসার মার্কো ইয়ানসেনের তোপে পড়ে ইংল্যান্ড। দলীয় ১০০ রানের আগেই চার উইকেট হারিয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
অলআউট হবার আগে ১৭৯ রান করতে পারে ইংলিশরা। জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তবে রসি ভ্যান ডার ডুসেনকে সাথে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতে থাকেন আরেক ওপেনার রায়ান রিকেলটন।
ভ্যান ডুসেন ও হেনরিক ক্ল্যাসেনের ফিফটিতে জয়ের ভিত গড়ে প্রোটিয়ারা। জয় থেকে ৬ রান দূরে ক্লাসেন আউট হলেও ৭২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ডুসেন।