ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্পেনের বার্সেলোনায় শুরু মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের বার্সেলোনায় শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫। এবারের আসরে শাওমি, অনর ও হুয়াওয়েসহ বিশ্বখ্যাত মুঠোফোন প্রস্তুতকারকেরা উন্মোচন করেছে নিজেদের বেশ কয়েকটি অত্যাধুনিক মুঠোফোন। ধারণা করা হচ্ছে বৃহৎ এই সম্মেলনে অংশ নিবেন ১ লাখের বেশি মুঠোফোন প্রেমী।

ভিডিও কলে কথা বলছেন এক নারী। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও আসলে এটি একটি ডিপফেক। যা শনাক্ত করেছে অনরের নতুন মুঠোফোন ম্যাজিক সেভেন প্রো। এমনই অত্যাধুনিক প্রযুক্তির অসংখ্য মুঠোফোনের সমারোহে মুখর স্পেনের বার্সেলোনা। কারণ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো সোমবার (৩ মার্চ)।

ধারণা করা হচ্ছে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে ১ লাখ। বিপুলসংখ্যক মুঠোফোন প্রেমীদের নজর কাড়তে ডিপফেক শনাক্তের মতো আকর্ষণীয় ও কার্যকরী ফিচার সমৃদ্ধ মুঠোফোন এনেছে প্রতিষ্ঠানগুলো। আরেক চীনা জায়ান্ট হুয়াওয়ে উন্মোচন করেছে নিজেদের ট্রাই ফোল্ডেবল ফোন মেট এক্স টি। বড় এই স্ক্রিনের কারণে ট্যাবলেটের পাশাপাশি একে স্মার্টফোন হিসেবে ব্যবহার করা সম্ভব।

এদিকে ১৫ আল্ট্রার মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরাকে বদলে দেয়ার সংকল্প নিয়ে নেমেছে শাওমি। চীনা মুঠোফোন প্রতিষ্ঠানটির নতুন মডেলটিতে সংযুক্ত করা হয়েছে ১ ইঞ্চি আল্ট্রা লার্জ সেন্সর সমৃদ্ধ ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। যা পাল্টে দিতে পারে লো লাইট ইমেজের সংজ্ঞাকে।

মুঠোফোনের পাশাপাশি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা গেছে বিভিন্ন এআই সম্পন্ন রোবট, ফ্লিপ পিসি ও স্মার্ট গ্লাস। বিশ্লেষকদের ধারণা, আগামী ৩০ বছরের মধ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সে সময় বর্তমান মূল্যেই লাখ গুণ উন্নত এআই সার্ভিস পাওয়া সম্ভব। যা থেকে লাভবান হবে সেবাদাতা প্রতিষ্ঠান থেকে গ্রাহক- উভয়ই।

কম্পিউটার বিজ্ঞানী ও এআই বিশেষজ্ঞ জার্গেন স্মিডহুবার বলেন, ‘আগামী ৩০ বছর পর একই মূল্যে যে কৃত্রিম বুদ্ধিমত্তা পাওয়া যাবে, তা বর্তমান সময়ের চেয়ে কয়েক লাখ গুণ উন্নত হবে। এবং এর মাধ্যমে সবাই লাভবান হবে। এ নিয়ে কোনো সন্দেহ থাকছে না।’

উদ্বোধনী দিনে সম্মেলন পরিদর্শন করেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের পর্দা নামবে আগামী বৃহস্পতিবার।

নিউজটি শেয়ার করুন

স্পেনের বার্সেলোনায় শুরু মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

স্পেনের বার্সেলোনায় শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫। এবারের আসরে শাওমি, অনর ও হুয়াওয়েসহ বিশ্বখ্যাত মুঠোফোন প্রস্তুতকারকেরা উন্মোচন করেছে নিজেদের বেশ কয়েকটি অত্যাধুনিক মুঠোফোন। ধারণা করা হচ্ছে বৃহৎ এই সম্মেলনে অংশ নিবেন ১ লাখের বেশি মুঠোফোন প্রেমী।

ভিডিও কলে কথা বলছেন এক নারী। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও আসলে এটি একটি ডিপফেক। যা শনাক্ত করেছে অনরের নতুন মুঠোফোন ম্যাজিক সেভেন প্রো। এমনই অত্যাধুনিক প্রযুক্তির অসংখ্য মুঠোফোনের সমারোহে মুখর স্পেনের বার্সেলোনা। কারণ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো সোমবার (৩ মার্চ)।

ধারণা করা হচ্ছে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে ১ লাখ। বিপুলসংখ্যক মুঠোফোন প্রেমীদের নজর কাড়তে ডিপফেক শনাক্তের মতো আকর্ষণীয় ও কার্যকরী ফিচার সমৃদ্ধ মুঠোফোন এনেছে প্রতিষ্ঠানগুলো। আরেক চীনা জায়ান্ট হুয়াওয়ে উন্মোচন করেছে নিজেদের ট্রাই ফোল্ডেবল ফোন মেট এক্স টি। বড় এই স্ক্রিনের কারণে ট্যাবলেটের পাশাপাশি একে স্মার্টফোন হিসেবে ব্যবহার করা সম্ভব।

এদিকে ১৫ আল্ট্রার মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরাকে বদলে দেয়ার সংকল্প নিয়ে নেমেছে শাওমি। চীনা মুঠোফোন প্রতিষ্ঠানটির নতুন মডেলটিতে সংযুক্ত করা হয়েছে ১ ইঞ্চি আল্ট্রা লার্জ সেন্সর সমৃদ্ধ ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। যা পাল্টে দিতে পারে লো লাইট ইমেজের সংজ্ঞাকে।

মুঠোফোনের পাশাপাশি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা গেছে বিভিন্ন এআই সম্পন্ন রোবট, ফ্লিপ পিসি ও স্মার্ট গ্লাস। বিশ্লেষকদের ধারণা, আগামী ৩০ বছরের মধ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সে সময় বর্তমান মূল্যেই লাখ গুণ উন্নত এআই সার্ভিস পাওয়া সম্ভব। যা থেকে লাভবান হবে সেবাদাতা প্রতিষ্ঠান থেকে গ্রাহক- উভয়ই।

কম্পিউটার বিজ্ঞানী ও এআই বিশেষজ্ঞ জার্গেন স্মিডহুবার বলেন, ‘আগামী ৩০ বছর পর একই মূল্যে যে কৃত্রিম বুদ্ধিমত্তা পাওয়া যাবে, তা বর্তমান সময়ের চেয়ে কয়েক লাখ গুণ উন্নত হবে। এবং এর মাধ্যমে সবাই লাভবান হবে। এ নিয়ে কোনো সন্দেহ থাকছে না।’

উদ্বোধনী দিনে সম্মেলন পরিদর্শন করেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরের পর্দা নামবে আগামী বৃহস্পতিবার।