ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসি থেকে এনআইডি সেবা যাচ্ছে নতুন কমিশনে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সরিয়ে একটি কমিশন গঠন করে তা এর অধীনে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এ পদক্ষেপ নিচ্ছে।

জানা গেছে, নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিষ্ট্রেশন নামে আলাদা কমিশন।

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ’, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে।

গতকাল সোমবার উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া’ পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে।

এদিকে এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট জানা নেই কমিশনের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ এ কথা জানিয়েছেন।

তিনি জানান, এনআইডির কাঠামোগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কীভাবে বাড়ানো যায় তা নিয়ে কেবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই কেবিনেট ডিভিশনে এ নিয়ে আলোচনা চলছে। এর বাইরে নির্বাচন কমিশনের কিছু জানা নেই।

নিউজটি শেয়ার করুন

ইসি থেকে এনআইডি সেবা যাচ্ছে নতুন কমিশনে

আপডেট সময় : ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সরিয়ে একটি কমিশন গঠন করে তা এর অধীনে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এ পদক্ষেপ নিচ্ছে।

জানা গেছে, নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিষ্ট্রেশন নামে আলাদা কমিশন।

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ’, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে।

গতকাল সোমবার উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া’ পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে।

এদিকে এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট জানা নেই কমিশনের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ এ কথা জানিয়েছেন।

তিনি জানান, এনআইডির কাঠামোগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কীভাবে বাড়ানো যায় তা নিয়ে কেবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই কেবিনেট ডিভিশনে এ নিয়ে আলোচনা চলছে। এর বাইরে নির্বাচন কমিশনের কিছু জানা নেই।