ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেখ হাসিনার নেতৃত্বে হত্যাকাণ্ড হয়েছে, দ্রুত বিচার চাই: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড হয়েছে তার দ্রুত বিচার চান বলে জানিয়েছেন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সকালে দলের আত্মপ্রকাশ পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার আমরা দ্রুত দেখতে চাই। ৪৭, ৭১, ২৪ এর সকল লড়াইকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি।

তিনি বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরও গণতান্ত্রিক সংবিধান গড়ে ওঠেনি। এ জন্যই নতুন প্রজাতন্ত্র গড়তে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রম আগাবে তাঁর দল। এ মাসেই প্রণয়ন করা হবে দলের গঠনতন্ত্র। নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয় এজন্যই পুরোনো শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন।

সাংবিধানিক কাঠামো পরিবর্তনে লড়াই করারও প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেটা যাতে ধারণ করতে পারি তার জন্যই আজকের কর্মসূচি।

নাহিদ ইসলাম বলেন, সামনের জাতীয় নির্বাচন গণপরিষদ ও সংসদ নির্বাচন হিসেবে গণ্য হতে পারে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে।

এ ছাড়া রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জুলাই গণহত্যার কঠোরতম বিচার দরকার, যাতে আর কোনো স্বৈরাচার গড়ে না ওঠার শিক্ষা পায় সবাই।

এদিকে জাতীয় স্মৃতিসৌধে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যারা জিতবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার নেতৃত্বে হত্যাকাণ্ড হয়েছে, দ্রুত বিচার চাই: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৩:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড হয়েছে তার দ্রুত বিচার চান বলে জানিয়েছেন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সকালে দলের আত্মপ্রকাশ পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার আমরা দ্রুত দেখতে চাই। ৪৭, ৭১, ২৪ এর সকল লড়াইকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি।

তিনি বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরও গণতান্ত্রিক সংবিধান গড়ে ওঠেনি। এ জন্যই নতুন প্রজাতন্ত্র গড়তে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রম আগাবে তাঁর দল। এ মাসেই প্রণয়ন করা হবে দলের গঠনতন্ত্র। নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয় এজন্যই পুরোনো শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন।

সাংবিধানিক কাঠামো পরিবর্তনে লড়াই করারও প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেটা যাতে ধারণ করতে পারি তার জন্যই আজকের কর্মসূচি।

নাহিদ ইসলাম বলেন, সামনের জাতীয় নির্বাচন গণপরিষদ ও সংসদ নির্বাচন হিসেবে গণ্য হতে পারে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে।

এ ছাড়া রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জুলাই গণহত্যার কঠোরতম বিচার দরকার, যাতে আর কোনো স্বৈরাচার গড়ে না ওঠার শিক্ষা পায় সবাই।

এদিকে জাতীয় স্মৃতিসৌধে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যারা জিতবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।