ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১১টা ৩৬ মিনিটে ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
তাৎক্ষণিভাবে ভূমিম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্ত এলাকা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যা আগারগাঁও ভূমিকম্প কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ৪৪৯ কিলোমিটার দূরে অবস্থিত।
মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা খুব বেশি নয়। তবে এত ঘনঘন ভূমিকম্পে শঙ্কা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।