চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ, দুবাইতে।
গতকাল মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি অজিরা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন কুপার কোনোলি। ৩৯ রান করে আউট হন আরেক ওপেনার ট্রাভিস হেড।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। তবে স্টিভ স্মিথের ৭৩ আর অ্যালেক্স ক্যারির ৬১ রানের ইনিংসে, ২৬৪ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৩টি উইকেট শিকার করেন পেসার মোহাম্মদ শামী।
জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক দুই দফা বেঁচে গেলেও, দলীয় ৩০ রানে আউট হন শুভমান গিল। ২৮ রান করে আউট হন রোহিত শর্মা।
তবে ভিরাট কোহলির ৮৪ রানে জয়ের ভিত গড়ে। কেএল রাহুল ৪২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।