ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে পরাজয়ের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এবার অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পালন করছিলেন স্টিভ স্মিথ। মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য তরুণদের সুযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ৩৫ বছর বয়সী স্মিথ।
তবে ওয়ানডে থেকে সরে দাঁড়ালেও টেস্ট ও টি-২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এই অজি ক্রিকেটার।