হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিকের দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (বুধবার, ৫ মার্চ) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই গুলশান থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ।
এ সময় আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে গুলশানের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।