ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাসের সঙ্গে নজিরবিহীন গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আটক মার্কিন জিম্মিদের উদ্ধারে হামাসের সঙ্গে নজিরবিহীন গোপন আলোচনা চালিয়েছে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এক সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি কাতারের দোহায় হামাসের সঙ্গে এ আলোচনা হয়েছে। সূত্রটি বলছে, জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার গাজায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করতে হামাসের সাথে চুক্তির চেষ্টা করেছে। একই সঙ্গে, আলোচনা হয়েছে সব জিম্মি মুক্তির বিষয়ে। এ বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

এদিকে, সাম্প্রতিক সময়ের আগে হামাসের সরাসরি যোগাযোগ করেনি যুক্তরাষ্ট্র। ১৯৯৭ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ওয়াশিংটন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বর্তমানে হামাসের কাছে পাঁচ মার্কিনিসহ ৫৯ জিম্মি রয়েছে। এরমধ্যে ৩৫ জনই মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

হামাসের সঙ্গে নজিরবিহীন গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আটক মার্কিন জিম্মিদের উদ্ধারে হামাসের সঙ্গে নজিরবিহীন গোপন আলোচনা চালিয়েছে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এক সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি কাতারের দোহায় হামাসের সঙ্গে এ আলোচনা হয়েছে। সূত্রটি বলছে, জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার গাজায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করতে হামাসের সাথে চুক্তির চেষ্টা করেছে। একই সঙ্গে, আলোচনা হয়েছে সব জিম্মি মুক্তির বিষয়ে। এ বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

এদিকে, সাম্প্রতিক সময়ের আগে হামাসের সরাসরি যোগাযোগ করেনি যুক্তরাষ্ট্র। ১৯৯৭ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ওয়াশিংটন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বর্তমানে হামাসের কাছে পাঁচ মার্কিনিসহ ৫৯ জিম্মি রয়েছে। এরমধ্যে ৩৫ জনই মারা গেছে।