গণপরিষদ নির্বাচন নিয়ে দুই মেরুতে বিএনপি ও এনসিপি

- আপডেট সময় : ১২:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর ফলে ফ্যাসিবাদী শাসন কাঠামো চিরতরে বিলুপ্ত হবে বলে মনে করছে তারা। তবে, দেশের প্রথম প্রজাতন্ত্রকে ব্যর্থ মনে না করায় গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি।
গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আত্মপ্রকাশ অনুষ্ঠানেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে দলটি। প্রথমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র (সেকেন্ড রিপাবলিক) গঠনের কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
এরপরই সেকেন্ড রিপাবলিক ইস্যুতে রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা। এনসিপি নেতাদের দাবি, একাত্তর পরবর্তী যে সংবিধান, তা কলঙ্কিত হয়েছে।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, ‘প্রথম রিপালিকের হাতে গণহত্যার রক্তের দাগ এবং আপনারা দেখবেন ১৯৭২ থেকে ১৯৭৫ সালে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যাকাণ্ড করা, তারপর সামরিক শাসন জেকে বসা এবং সংবিধান কিন্তু লন্ডভন্ড হয়েছে, একাধিকবার সংশোধন হয়েছে। শুধুমাত্র একজন ব্যক্তিকে, একটি গোষ্ঠীকে একটি পরিবারকে রাজনীতিতে পাকাপোক্ত করার জন্য আমরা দেখেছি এই সংবিধানটি কাজ করেছে।’
এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা সংসদ প্রতিনিধি হবেন, তাদের কাছে নতুন সংবিধান প্রণয়নের জন্য ম্যান্ডেট থাকবে। এই অভ্যুত্থানে জনগণের আকাঙ্খা হচ্ছে নতুন একটি সাংবিধানিক কাঠামো নির্মাণ করা, যার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, গণপরিষদ ও জাতীয় নির্বাচন একই সাথে হতে পারে। নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় যে নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে। সেই দাবিটা আমরা জানাচ্ছি। এবং এইটার ফলে কেবল মাত্র আমাদের যে পুরোনো যে শাসন কাঠামো ও সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।’
তবে বিএনপি বলছে, বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণপরিষদের অস্তিত্বটা কোথায় বাংলাদেশে। বাংলাদেশে এখন এক কেন্দ্রীক শাসন ব্যবস্থা, আভিধানিক অর্থে যদি বলি তাহলে সেটি হলো জাতীয় সংসদ। সে ক্ষেত্রে পরিষদ হবে কীভাবে। গণপরিষদ হতে গেলে আমরা ৭২ এর ওইটাকে যদি আমরা স্মরণ করি, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল, প্রদেশিক পরিষদ ও জাতীয় পরিষদ। দুটি মিলে হয়েছিল গণপরিষদ।’
স্বাধীনতার পরে ১৯৭২ সালের ১০ এপ্রিল বাংলাদেশ গণপরিষদের প্রথম ও একমাত্র সংবিধান সভা অনুষ্ঠিত হয়।