লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা খলিস্তানপন্থীরা। ব্রিটেন সফরে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়লেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান, সেই সময় ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকাও।
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার গাড়ির দিকে ছুটে যাচ্ছেন এবং ভারতীয় পতাকা ছিঁড়ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রমণকারী কীভাবে দ্রুত দৌড়ে পররাষ্ট্রমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে পতাকা ছিঁড়ে ফেলছেন। তবে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাদের ধরে ফেলে।
এক্স মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই হাউসের বাইরে জোরে জোরে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে খলিস্তানি জঙ্গিরা। পতাকা উড়িয়ে খলিস্তানপন্থী স্লোগানও শোনা যায় তাদের মুখে। লন্ডনে ৪ থেকে ৯ মার্চ পাঁচদিনের সফরে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ৪১০০ কোটি পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। আগামী ৭ ও ৮ মার্চ বেলফাস্ট ও ম্যাঞ্চেস্টারে দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খুলছে। দু’দেশের সহযোগিতার প্রসারে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন তিনি।
ব্রিটেন সফরে গিয়ে বুধবার সে দেশের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। আলোচনা হয় দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। এই সফরের উদ্দেশ্য হল ভারত-যুক্তরাজ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে শক্তিশালী করা, যেখানে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। ব্রিটেনের পর, তিনি ৬ থেকে ৭ মার্চ আয়ারল্যান্ড সফর করবেন এস জয়শঙ্কর।