দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেবেন তিনি। আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) এ তথ্য জানা যায়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর।
জানা যায়, আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিতে চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে চীনে যাবেন প্রধান উপদেষ্টা।