ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামরিক সহায়তার পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল আমেরিকা। দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

র‍্যাটক্লিফ বলেন, ‘সামরিক ও গোয়েন্দা সহায়তার ক্ষেত্রে যে বিরতি এসেছে, সেটি কাটিয়ে উঠবো বলে মনে করি। ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবো। তবে একই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্যও কাজ করবো।’

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে পুনরায় সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবেন। এক্ষেত্রে কিয়েভকে শান্তি আলোচনার প্রতি আন্তরিক হতে হবে। এছাড়া, শান্তি আলোচনায় আগ্রহী জানিয়ে ট্রাম্পকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিঠি দেওয়াকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন মাইক ওয়ালজ। জানান, শান্তি আলোচনার স্থান ও তারিখ নির্ধারণের কাজ চলছে।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ৮৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল আমেরিকা

আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

সামরিক সহায়তার পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল আমেরিকা। দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

র‍্যাটক্লিফ বলেন, ‘সামরিক ও গোয়েন্দা সহায়তার ক্ষেত্রে যে বিরতি এসেছে, সেটি কাটিয়ে উঠবো বলে মনে করি। ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবো। তবে একই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্যও কাজ করবো।’

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে পুনরায় সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবেন। এক্ষেত্রে কিয়েভকে শান্তি আলোচনার প্রতি আন্তরিক হতে হবে। এছাড়া, শান্তি আলোচনায় আগ্রহী জানিয়ে ট্রাম্পকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিঠি দেওয়াকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন মাইক ওয়ালজ। জানান, শান্তি আলোচনার স্থান ও তারিখ নির্ধারণের কাজ চলছে।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ৮৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।