রিয়ালের জালে বার্সার ৫ গোল

- আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

আবারও একই উপাখ্যান লেখা হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নারী দলের ফুটবল ম্যাচে। দুই ক্লাবের পুরুষদের লড়াইটা যতটা উন্মাদনা ছড়ায়, নারীদের ম্যাচগুলো হয় ততটাই একপেশে। প্রতিবারই বার্সা নারী দল উড়িয়ে দেয় রিয়ালকে। এবারও তার ব্যতিক্রম হলো না।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে নারীদের কোপা দেল রে’র প্রথম দেখায় রিয়ালকে তাদেরই ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ফলে প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি ১৭ দেখায় শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখলো বার্সা ফেমেনি।
এস্তাদিও আলফ্রেডো ডি স্তেফানোতে বৃষ্টিভেজা রাতে সালমা পারালুয়েলোর জোড়া গোল এবং এওয়া পায়োরের হ্যাটট্রিকে রিয়ালকে পর্যুদস্ত করে বার্সা।
আগামী ১৩ মার্চ এই কোপা দে রা রেইনার দ্বিতীয় লেগে দেখা হবে দল দুটির। এস্তাদি ইয়োহান ক্রুইফে রিয়ালের জন্য সেই ম্যাচ আর কী বিভীষিকা অপেক্ষা করছে, সেটাই এখন দেখার পালা।