রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (০৭ মার্চ) দুপুরে জুমার নামাজের পর মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যরা।
এক পর্যায়ে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বায়তুল মোকাররম এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয় নগর মোড়ের দিকে এগোতে থাকে নানা স্লোগানে। নানা ব্যানার হাতে দেখা যায় অনেককে। বেলা ২টার কিছু সময় আগে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করে। ধাওয়া দেয় মিছিলকারীদের। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে।
বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শুক্রবার আগে থেকেই ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দিয়েছিল হিযবুত তাহরীর। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল এক সংবাদ সম্মেলনে জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি আইনানুগ ব্যবস্থা নেবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করতে সক্রিয় হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।