আমেরিকার সঙ্গে আগামী বৈঠক অর্থবহ হবে: জেলেনস্কি

- আপডেট সময় : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন। ওই বৈঠক অর্থবহ হবে বলে আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকে অংশ না নিলেও সেখানে থাকবেন। তাঁর বক্তব্য হলো, কিয়েভ একটি ‘দ্রুত এবং স্থায়ী শান্তিতে’ পৌঁছানোর জন্য কাজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, আমেরিকান দল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তির জন্য একটি ‘কাঠামো’ নিয়ে আলোচনা করতে চায়।
এরআগে গত শুক্রবার জেলেনস্কি এবং ট্রাম্প হোয়াইট হাউসে একটি প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডা করতে দেখা যায় তাঁদের। সে সময় ট্রাম্প বলেছিলেন, জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত নন। এর পরই মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং দেশের বৃহত্তম সামরিক সরবরাহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছেন।
বৃহস্পতিবার উইটকফ বলেছেন, ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যাতে একটি ‘ক্ষমা’ এবং ‘কৃতজ্ঞতার অনুভূতি’ অন্তর্ভুক্ত ছিল। আশা করি, আমরা ইউক্রেনীয়দের সাথে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসব এবং সবকিছু আবার শুরু হবে।
প্রতিবেদনে বলা হয়, যেকোনো শান্তি আলোচনার আগে ছাড় দেওয়ার জন্য জেলেনস্কির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ রয়েছে, অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কিয়েভের জন্য দৃঢ় নিরাপত্তার নিশ্চয়তার জন্য চাপ দিচ্ছেন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে এবং এখন ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে যোগদানের পর জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে সৌদি আরবে মার্কিন-ইউক্রেন আলোচনার ঘোষণা দেন, যেখানে ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছেন।
এক্সে তিনি লিখেছেন, ইউক্রেনীয় এবং আমেরিকান দলগুলো আবার কাজ শুরু করেছে। আমরা আশা করি আগামী সপ্তাহে আমাদের একটি অর্থবহ বৈঠক হবে। যুদ্ধের প্রথম মুহূর্ত থেকেই ইউক্রেন শান্তির জন্য চেষ্টা করে আসছে এবং আমরা সর্বদা বলেছি যে যুদ্ধ কেবল রাশিয়ার কারণেই চলছে।
জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়কে মস্কোর ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন যাতে তারা যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা মেনে নেয়।
তিনি এই সপ্তাহের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া একটি যুদ্ধবিরতি পরিকল্পনার কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেখানে আকাশ ও সমুদ্রে যুদ্ধবিরতি এবং জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
রাশিয়া ফরাসি প্রস্তাবগুলোতে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার পুতিন বলেন, মস্কো এমন একটি শান্তি চাইছে যা দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের জন্য শান্তি নিশ্চিত করবে। আমাদের এমন কিছুর প্রয়োজন নেই যা অন্যদের, তবে আমরা এমন কিছু ত্যাগ করব না যা আমাদের।