ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘নকল’ করতে গিয়ে নাজেহাল শুভশ্রী!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি এসভিএফ-এর গল্পের পার্বণে তাক লাগান শুভশ্রী গঙ্গোপ্যাধ্যায়। অফ শোল্ডার ড্রেস, বোল্ড লাল লিপস্টিক এবং ছকভাঙা মেকআপে নজর কেড়েছেন নায়িকা।

সচরাচর ওয়েট স্লিক হেয়ারস্টাইলে দেখা যায় না টলিউড তারকাদের। সেখানে শুভশ্রীর এই স্টাইল নজর কেড়েছে সকলেরই। গ্লাস স্কিন মেকআপ করায় নায়িকার ত্বক খানিক ‘তেলতেলে’ ঠেকেছে অনেকের কাছেই। আর সেখান থেকেই শুরু ট্রোলের উপদ্রব।

সাজ নিয়ে শুভশ্রীর কাটাছেঁড়া মনে ধরেনি নেটিজেনদের একাংশের। আর তা নিয়েই নায়িকার দিকে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ। ওয়েট স্লিক হেয়ারস্টাইল করতে গিয়ে শুভশ্রীর দৃশ্যমান ‘টাক’ নিয়েও কম ট্রোল হয়নি।

মঙ্গলবার সেই লুকে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। সেই পোস্টের কমেন্ট বক্সও ভরে যায় তির্যক মন্তব্যে। একজন লেখেন, ‘মানায়নি। বাংলা অনুষ্ঠানে অকারণ ভুলভাল লুক তৈরি করে সুন্দর লুকটা নষ্ট করার কী দরকার ছিল! অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান হলে তাও মানা যেত। কোন অনুষ্ঠানো কোন লুক যায়, সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ।’

এখানেই শেষ নয়! জনৈক লিখেছেন, ‘এতেই বোঝা যায় এডিটিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসল ফুটেজ আর ছবির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।’ অনেকেই আবার তাঁকে প্রশ্ন করেছেন, তিনি মাথায় নারকেল তেল দিয়েছেন কি না। তবে নেতিবাচকতাকে কখনওই তোয়াক্কা করেন না শুভশ্রী। নায়িকার অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

নিউজটি শেয়ার করুন

‘নকল’ করতে গিয়ে নাজেহাল শুভশ্রী!

আপডেট সময় : ০১:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

সম্প্রতি এসভিএফ-এর গল্পের পার্বণে তাক লাগান শুভশ্রী গঙ্গোপ্যাধ্যায়। অফ শোল্ডার ড্রেস, বোল্ড লাল লিপস্টিক এবং ছকভাঙা মেকআপে নজর কেড়েছেন নায়িকা।

সচরাচর ওয়েট স্লিক হেয়ারস্টাইলে দেখা যায় না টলিউড তারকাদের। সেখানে শুভশ্রীর এই স্টাইল নজর কেড়েছে সকলেরই। গ্লাস স্কিন মেকআপ করায় নায়িকার ত্বক খানিক ‘তেলতেলে’ ঠেকেছে অনেকের কাছেই। আর সেখান থেকেই শুরু ট্রোলের উপদ্রব।

সাজ নিয়ে শুভশ্রীর কাটাছেঁড়া মনে ধরেনি নেটিজেনদের একাংশের। আর তা নিয়েই নায়িকার দিকে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ। ওয়েট স্লিক হেয়ারস্টাইল করতে গিয়ে শুভশ্রীর দৃশ্যমান ‘টাক’ নিয়েও কম ট্রোল হয়নি।

মঙ্গলবার সেই লুকে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। সেই পোস্টের কমেন্ট বক্সও ভরে যায় তির্যক মন্তব্যে। একজন লেখেন, ‘মানায়নি। বাংলা অনুষ্ঠানে অকারণ ভুলভাল লুক তৈরি করে সুন্দর লুকটা নষ্ট করার কী দরকার ছিল! অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান হলে তাও মানা যেত। কোন অনুষ্ঠানো কোন লুক যায়, সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ।’

এখানেই শেষ নয়! জনৈক লিখেছেন, ‘এতেই বোঝা যায় এডিটিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসল ফুটেজ আর ছবির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।’ অনেকেই আবার তাঁকে প্রশ্ন করেছেন, তিনি মাথায় নারকেল তেল দিয়েছেন কি না। তবে নেতিবাচকতাকে কখনওই তোয়াক্কা করেন না শুভশ্রী। নায়িকার অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।