দেশে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। দেশে যাতে কোন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকার আহ্বানও জানান তারা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপি'র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নেয় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। তারা বলেন, গত ১৫ বছরে দেশের নারী শিশু কেউ নিরাপদ ছিল না। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মব জাস্টিস নিয়ে সরকারের সমালোচনাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
এর আগে সকালে দলটির পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এসময় নিষিদ্ধ সংগঠন কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়ে তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন।
এদিকে, টিএসসিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত নারী দিসের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা কঠোর হাতে দমন করতে হবে। দেশ বিদেশে এসব ঘটনায় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি।