ফুটপাত থেকে শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা

- আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দসই জামা কাপড় কিনতে পরিবার পরিজন নিয়ে অনেকটা স্বস্তিতে কেনাকাটা করতে অনেকেই আগেভাগেই আসছেন বিভিন্ন মার্কেট ও শপিংমলে। তবে পোশাকের ডিজাইনে নতুনত্ব না থাকায় হতাশ ক্রেতারা পাশাপাশি এ বছর দাম বেশির অভিযোগ তাদের।
ঈদ সামনে রেখে ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিংমল এবং বিপণিবিতান। রমজানের শুরুতে আনাগোনা কম থাকলেও শনিবার (৮ মার্চ) সাপ্তাহিক ছুটিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
পরিবারের ছোট সদস্যদের সাথে নিয়ে ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটায় এসেছে অনেক পরিবার। শিশুদের পোশাকের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের জন্যেও কিছুটা স্বাচ্ছন্দ্যে কেনাকাটায় দোকানে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা আকর্ষণে ছাড়ের ব্যবস্থাও রেখেছে বেশিরভাগ ফ্যাশন হাউজ।
একজন বিক্রেতা বলেন, ‘অন্যান্য সময়ের চেয়ে ঈদের মধ্যে কালেকশনটা ভালো থাকে। বরাবরই আমাদের ক্রেতাদের জন্য ছাড় থাকে।’
ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘দাম খুব একটা বেশি না, আবার খুব কমও না। দাম মোটামুটি সাধ্যের মধ্যে বলা যায়।’
তবে ফ্যাশন হাউজগুলোতে এবার ডিজাইনে কোনো নতুনত্ব না থাকায় হতাশ ক্রেতারা। পাশাপাশি দাম এ বছর অনেকটাই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
একজন ক্রেতা বলেন, ‘এখানে কালেকশন ভালোই আছে। কিন্তু আমি একটু ব্যতিক্রমী কিছু চাইছিলাম। দুই তিন জায়গায় ঘুরলাম। যেটা পছন্দ হয় সেটা অনেক দাম।’
অন্যদিকে স্বল্পআয়ের যারা আছেন তারা ঝুঁকছেন রাস্তার পাশের ভাসমান দোকানগুলোতে। মার্কেটের ভেতরের থেকে তিন থেকে চারগুণ কমে পাওয়ায় বেচাবিক্রিও বেশি ফুটপাতের দোকানগুলোতে।
একজন ক্রেতা বলেন, ‘গরীব মানুষের মার্কেট। যেখানে কম পাবো সেখানে ছুটে যাবো। এখানে কম দামেই অনেক কেনাকাটা করা যায়।’
১৫ রমজানের পর বেচাকেনা ভালোভাবে জমে উঠবে আশা বিক্রেতাদের।