বৈষম্যমুক্ত সমতাভিত্তিক সমাজের স্বপ্ন নারীর

- আপডেট সময় : ০৩:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী দিবস আজ। কর্মক্ষেত্রে অংশগ্রহণের পাশাপাশি অথনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে নারীরা। অথচ প্রতি মুহূর্তে তাদের নানামুখী বৈষম্য, বঞ্চনা, নির্যাতন ও প্রতিবন্ধকতার সাথে লড়াই করে এগিয়ে যেতে হচ্ছে। নারীদের এগিয়ে চলার পথটা এখনো মসৃণ করে গড়ে তোলা সম্ভব হয়নি। নতুন বাংলাদেশে এসব প্রতিকূলতাকে প্রতিরোধ করেই নারীর জন্য বৈষম্যমুক্ত সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখছেন চব্বিশের গণঅভ্যূত্থানে নেতৃত্ব দেয়া নারীরা।
তনুশ্রি পাল, বেসরকারি একটি প্রতিষ্ঠানের উচ্চপদের কর্মকর্তা। কর্মক্ষেত্রে তার অবস্থান গড়ে তোলার গল্পটা মসৃণ নয়। প্রথম সন্তানকে বড় করার ক্ষেত্রে পরিবারের কিছুটা সহযোগিতা পেলেও দ্বিতীয় সন্তান জন্মের পর কেউই ছিলো না পাশে। ছোট সন্তানকে ডে-কেয়ার দিয়েছেন তনুশ্রি।
তনুশ্রি পালের মতো কর্মজীবী নারীদের প্রতিনিয়তই সন্তান লালন পালনের জন্য ভোগান্তিতে পোহাতে হয়। অনেক নারীকেই চাকরীও ছেড়ে দিতে হচ্ছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও, কর্মপরিবেশ এখনো তৈরি হয়নি বলেই মনে করেন কর্মজীবী এই মায়েরা।
কেয়ার ফর চাইল্ড ডেভেলপমেন্ট সিসিডি’র ফাউন্ডার এন্ড সিইও আশরাফুন নাহার নাহারের গল্পটাও এসব কর্মজীবী মায়েদের চেয়ে ভিন্ন নয়। বেসরকারি টেলিভিশনে কর্মরত থাকা অবস্থায় তাকে সন্তানের জন্য ছেড়ে দিতে হয়েছিলো চাকরী। কিন্তু থেমে যায়নি আশরাফুন। কর্মজীবী মেয়েদের জন্য তিনি গড়ে তুলেছে এই প্রতিষ্ঠান। সাত বছরের এই প্রতিষ্ঠানে অসংখ্য কর্মজীবী মায়েদের সন্তান পরিপূর্ণ যতেœ বড় হয়ে উঠছে এখানে।
নতুন বাংলাদেশে কোন নারী যাতে বৈষম্যে বা নির্যাতনের শিকার না হয় সেই কর্মপরিকল্পনা তৈরি করেছে জুলাই গনঅভ্যূত্থানে অংশ নেয়া নারী নেত্রীরা। স্বৈরাচারের বিরুদ্ধে ছেলেদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে যেমন রাজপথ নেতৃত্ব দিয়েছে, তেমনি নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রেও প্রতিরোধ গড়ে তোলার কথা জানান এই নেত্রী।
নানা প্রতিবন্ধকতা পার করেও অদম্য শক্তি নিয়েই এগিয়ে চলেছে নারীরা। চ্যালেঞ্জিং পেশাতে তারা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ নৌবাহিনীতে এখন অসংখ্য নারী তাদের মেধার পরিচয় দিয়ে সবার সাথে সমানভাবে এগিয়ে চলেছে।
নারীর এই অগ্রযাত্রা যাতে থেমে না যায় সেজন্য নারী বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান কর্মজীবী নারীরা।