ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩৬৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার অব্যাহত হামলায় প্রাণ গেছে অন্তত ২৫ জনের। ইউক্রেনীয় উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, সংঘাত বন্ধের কোনো আলামতই দেখছে না কিয়েভ। এরমধ্যে শুধু দোনেৎস্কেই রুশ সেনাদের সুনির্দিষ্ট হামলায় নিহত হয়েছে ১১ জন।
৬ শিশুসহ আহত অন্তত ৪০। কয়েক দফা হামলায় খারকিভ ও ওডেসাসহ কয়েকটি অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এদিকে রুশ গণমাধ্যম আরটি’র প্রতিবেদনে বলা হচ্ছে, দক্ষিণে সীমান্তে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অন্তত ৩টি গ্রাম দখল করেছে রাশিয়ার সেনারা।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেয়ায় পরপরই দেশটিতে অভিযান জোরদার করতে শুরু করেছে পুতিনবাহিনী।