কুয়েতে কমল যাবজ্জীবনের সাজা

- আপডেট সময় : ০৩:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

যাবজ্জীবনের সাজা কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুয়েতে যাবজ্জীবনে সাজা আমৃত্যু কারাদণ্ড বাতিল করেছে দেশটির সরকার। এখন থেকে কুয়েতে যাবজ্জীবনের সাজা হবে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড।
কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ জানান, কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর নির্দেশ অনুসরণ করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষ ন্যায়বিচার এবং পুনর্বাসনের মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে কাজ করছে। এই সিদ্ধান্ত কুয়েতের দণ্ড ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শেখ ফাহাদ আল সাবাহ ২০ বছরের সীমা অতিক্রম করার তিন মাস আগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের মামলা পর্যালোচনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যাতে যোগ্য বন্দীদের জন্য একটি গঠনমূলক পরিবর্তন নিশ্চিত করা যায়। এই সিদ্ধান্তের ফলে যেসব বন্দীদের সাজা পরিবর্তন হবে তাঁদের তালিকাভুক্তি এবং মূল্যায়ন দ্রুত করার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার।
কুয়েতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত কুয়েতের বিচার ব্যবস্থা আধুনিকীকরণ এবং কারাগারে পুনর্বাসন কর্মসূচি বৃদ্ধির প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।