গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে সমর্থন ইউরোপের চার দেশের

- আপডেট সময় : ০২:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

ওআইসির পর গাজা পুনর্গঠনে মিশরের দেয়া প্রস্তাবে সমর্থন দিয়েছে ইউরোপের চার দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য।
শনিবার (৮ মার্চ) জেদ্দায় ওআইসির জরুরি বৈঠক শেষে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইউরোপের চার দেশের পররাষ্ট্র দপ্তর।
প্রস্তাবনা অনুযায়ী, ৫ বছর মেয়াদি এই পরিকল্পনায় খরচ হতে পারে ৫ হাজার ৩০০ কোটি ডলার। পাশাপাশি এই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনিদের অন্য কোথাও স্থানান্তরের প্রয়োজন নেই। প্রতিক্রিয়ায় ওআইসি সমর্থিত এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
এর আগে গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের জোর করে জর্ডান ও মিশরে সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকে ট্রাম্পের এই দখলদার মনোভাবের নিন্দা জানিয়েছেন আরব লীগের নেতারা। এমন প্রেক্ষাপটে গাজায় অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় যোগ দিতে সোমবার কাতারের দোহায় যাচ্ছে ইসরাইলের বিশেষ প্রতিনিধি দল।