মাস শেষের আগেই বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী ও সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের এ মাসের (মার্চ মাসের) বেতন ভাতাদি আগামী ২৩ মার্চ প্রদান করা হবে।
রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।
একইসাথে অবসরপ্রাপ্ত পেনশনারগণের এ মাসের অবসর ভাতা একই তারিখে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।