যেখানে মব সেখানেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা

- আপডেট সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

গত সাত আটমাসে যত মব জাস্টিস হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এখন থেকে যে যেখানে মব জাস্টিস করবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
রোববার (৯ মার্চ) আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে যেই ঘটনা এখন চলছে এরসাথে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না। সরকার এতদিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, মব জাস্টিসসহ যেসব ঘটনাগুলো এখন চলছে তা যাতে মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপন করা হয় সেজন্য মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করা হবে শিগগিরই। যাতে মানুষের কাছে কোনোভাবেই ভুল সংবাদ প্রচার না হয় এবং সেটা সরকার গুরুত্বের সাথে মনিটরিং করছে।
তিনি বলেন, গত সাত-আট মাসের যে যেখানেই ঝামেলা করেছে, মব জাস্টিসের মতো ঘটনা ঘটিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি আরো প্রো-অ্যাকটিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য।
নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কর্মসূচি নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যে ইস্যুগুলো রয়েছে যেমন আইন-শৃঙ্খলা সম্পর্কিত, মব জাস্টিস ইস্যু আছে, মিলিটেন্সি ইস্যু হয়ত সামনে আসতে পারে, আরো কিছু ইস্যু আছে- যে সবগুলো আছে সেগুলো যাতে মিডিয়ায় ভালোভাবে উপস্থাপিত হয়, সেই বিষয়ে মনিটর করার চিন্তা-ভাবনা করছি। সেগুলোতে মিডিয়া কীভাবে ফোকাস করবে এ বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা মিডিয়াগুলোর সঙ্গে বসব। আমরা এই স্টাবলিশমেন্টটা ঢেলে সাজানোর চেষ্টা করব, যাতে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে।