৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলা ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। এ ব্যাপারে গাফিলতি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ১৫ দিনের মধ্যে ধর্ষণের মামলার তদন্ত কাজ শেষ করতে হবে। তদন্ত পেতে দেরি হলে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট দিয়ে বিচার কাজ করতে হবে।
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত সময় বিচারের আওতায় আনবে সরকার। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এই ঘটনাটি।