মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি ৩ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড দেয়া হয়। আজ (সোমবার, ১০ মার্চ) গভীর রাতে তাদের রিমান্ড শুনানি হয়।
রোববার (৯ মার্চ) আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে তোলার কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত থাকায় গভীর রাতে শুনানি হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা জানান, সকল আসামির ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক প্রধান অভিযুক্ত হিটু শেখকে ৭ দিন ও বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে রোববার দুপুরে ধর্ষকের বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এসময় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ফলে নিরাপত্তার স্বার্থে পুলিশ সেসময় রিমান্ডের কার্যক্রম পরিচালনা করতে পারেনি।