আর্সেনালকে রুখে দিল ইউনাইটেড!

- আপডেট সময় : ০১:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস ম্যাচে আর্সেনালকে আটকে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমনিতেই লিভারপুল রয়েছে পয়েন্ট তালিকার মগডালে। ফলে তাদের ছুঁতে হলে গানার্সদের টানা ম্যাচ জিততে হতো, কিন্তু তারা ব্যর্থ হল ৩ পয়েন্ট তুলতে ইউনাইটেডের বিরুদ্ধে।
ওল্ড ট্রাফোর্ডে অবশ্য শুরু থেকেই দাপট বেশি দেখিয়েছিল আর্সেনাল। কিন্তু প্রথমার্ধের শেষে খেলার গতির বিরুদ্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। এক্ষেত্রে অবশ্য আর্সেনাল গোলরক্ষকের দোষ রয়েছে। ডেভিড রায়ার ভুল পজিশনের সুযোগে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে যান ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেজ।
রায়া অবশ্য দ্বিতীয়ার্ধে দুবার নিশ্চিত পতন রুখে দেন আর্সেনালের। নৌসের মাজরায়ু এবং জশুয়া জার্কজির শট সেভ দেন আর্সেনাল গোলরক্ষক। ম্যাচ শেষের ১৬ মিনিট আগে সমতাসূচক গোলের দেখা পেয়ে যায় গানার্সরা।
মিকেল আর্টেটার দলের হয়ে সমতা ফেরান ডেক্লান রাইস। দুরন্ত শটে আন্দ্রে ওনানাকে পরাস্ত করলেও লাভের লাভ হয়নি খুব একটা। কারণ গানার্সরা এই ম্যাচ থেকে পেল মাত্র ১ পয়েন্ট। আর লিভারপুল ১ ম্যাচ বেশি খেলে তাদের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে।
আর্সেনাল অবশ্য শূন্য হাতেই মাঠ ছাড়তে পারত যদি না তাদের গোলরক্ষক রায়া ম্যাচের শেষ লগ্নে ব্রুনো ফার্নান্দেজের নিশ্চিত গোলের প্রচেষ্টাকে অবিশ্বাস্যভাবে রুখে দিতেন। মিকেল মেরিনোকে এই ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলাতে বাধ্য হন আর্টেটা। সামনে চ্যাম্পিয়নস লীগের ম্যাচ থাকায় প্রথম একাদশের ফুটবলারদের ওপরেও বাড়তি চাপ দেওয়ার পক্ষপাতি ছিলেন না তিনি।