ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৬৭ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে ওই দোকানের মালিক নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাটে দিলীপ স্বর্ণালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছ, রাতে তারাবি নামাজের সময় বাজারে স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এসময় ৪ থেকে ৫ জন ডাকাত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এসময়, দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত দিলীপ দাসকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।