কুরস্কে ইউক্রেনের কাছ থেকে তিনটি এলাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করলো রাশিয়া। সাত মাস পর এই এলাকা দখল করলো তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুদঝা শহরের কাছে তিনটি এলাকা তারা চকিত আক্রমণ করে দখল করে নেয়। রাশিয়ায় বিশেষ বাহিনী একটি গ্যাস পাইললাইনের ভিতর দিয়ে সুদঝার কাছে গিয়ে পৌঁছায়। তাদের দেখে ইউক্রেনের বাহিনী অবাক হয়ে যায়।
যে তিনটি এলাকা রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে, তা সবই সুদঝার উত্তরে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনা কুরস্ক থেকে ইউক্রেনের সেনাকে পিছনে পাঠাচ্ছে।
রাশিয়ার ব্লগারদের রিপোর্ট জানিয়েছে, ইউক্রেনের হাজার হাজার সেনাকে ছত্রভঙ্গ করতে রাশিয়ার সেনা এই কৌশল নিয়েছে। তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনায় বসার আগে কুরস্ক থেকে ইউক্রেনের সেনাকে সরাতে চাইছে।
ইউক্রেনের সেনা কুরস্কে এক হাজার তিনশ বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। গত অগাস্ট থেকে তারা এই এলাকার দখল নিয়েছে।
রাশিয়া তারপর থেকে কুরস্কের দখল নেয়ার চেষ্টা করছে। সম্প্রতি তারা কিছুটা সফল হয়েছে বলে দাবি করেছে। তারা কুরস্কে ইউক্রেনের বাহিনীকে ঘিরে ধরার চেষ্টা করছে।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেডেভ সামাজিক মাধ্যমে দাবি করেছেন, রাশিয়ার সেনা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। তারা আক্রমণ জারি রেখেছে।
ইউক্রেনে জন্মানো রাশিয়াপন্থি সামরিক ব্লগার ইউরি পোডোলিকা বলেছেন, রাশিয়ার বিশেষ বাহিনী পাইপলাইনের মধ্যে ১৬ কিলোমিটার হামাগুড়ি দিয়ে রাশিয়ার সেনা সুদঝার কাছে পৌঁছায়।